প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:১০:১১ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার অবিনাশ শিশু একাডেমী হরষপুর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিদ্যালয় প্রাঙ্গনে অবিনাশ শিশু একাডেমীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ১৬ টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীদের খেলা শেষে উপস্থিত অভিভাবকদের আকর্ষণীয় বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মানিক ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রধান সমন্বয়ক মোঃ শাহ আলম। সভাপতিত্ব করেন, অবিনাশ শিশু একাডেমীর প্রধান শিক্ষক সত্য রঞ্জন ভট্টাচার্য।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন, বিজয়নগর উপজেলা প্রেসক্নাব এর সভাপতি ও অবিনাশ শিশু একাডেমীর পরিচালক এস এম কামরুল হাসান শান্ত।
সর্বশেষে উপস্থিত অতিথিবৃন্দের কাছ থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগীরা পুরস্কার গ্রহণ করেন।