অ‌ভিযান এর শিক্ষা কর্মসূ‌চির উ‌দ্যো‌গে জা‌তির পিতা বঙ্গবন্ধুুর ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিব‌স পা‌লিত - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    অ‌ভিযান এর শিক্ষা কর্মসূ‌চির উ‌দ্যো‌গে জা‌তির পিতা বঙ্গবন্ধুুর ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিব‌স পা‌লিত

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ৮:১১:০২ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগ‌রে গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার অনু‌মো‌দিত অ‌ভিযান এর শিক্ষা কর্মসূ‌চির উ‌দ্যো‌গে জা‌তির পিতা বঙ্গবন্ধুুর ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিব‌স পা‌লিত হ‌য়ে‌ছে ।

    ১৭ মার্চ শুক্রবার বেলা ১১ টার সময় সিঙ্গারবিল ইউ‌নিয়ন অ‌ভিযান বিদ‌্যা‌নি‌কেতন মিরাশানীতে উক্ত অনুষ্ঠান পা‌লিত হয়। অ‌ভিযান ২৪ ডট ক‌ম এর বিজয়নগর প্রতি‌নি‌ধি মোঃ মুজিবুর রহমান সুজ‌নের সঞ্চালনায় এ‌তে প্রধান অ‌থি‌তি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, অ‌ভিযান এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম‌্যান, দৈ‌নিক যুগান্তর , এ‌শিয়ান টে‌লি‌ভিশ‌ন ও এ‌শিয়ান এইজ এর বিজয়নগর প্রতি‌নি‌ধি এবং‌ বাংলা‌দেশ রি‌পোর্টার্স ক্লাব বিজয়নগর শাখার সভাপ‌তি, লেখক ও আধ‌্যা‌ত্বিক গবেষক সাংবা‌দিক সারুয়ার হাজারী পলাশ। প্রধান বক্তা ছি‌লেন, রাইট টাইমস ২৪ ডট ক‌মের বার্তা সম্পাদক , দৈ‌নিক ভো‌রের দর্পনের বিজয়নগর প্রতি‌নি‌ধি ও বাংলা‌দেশ রি‌পোর্টার্স ক্লা‌বের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসাঈন । বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, অ‌ভিযান এর অ‌ফিস ইনচার্জ পুতুল আফ‌রিন এবং অ‌ভিযান ২৪ ডট কম এর বিজয়নগর প্রতি‌নি‌ধি মোঃ মু‌জিবুর রহমান সুজন।

    প্রথ‌মে বঙ্গবন্ধু‌কে নি‌য়ে আ‌লোচনা সভা, ছড়া, ক‌বিতা এবং ছবি আঁকার মধ‌্য দি‌য়ে অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘ‌টে । এ সময় বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী, অ‌ভিভাবক ও এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিরা উপ‌স্থিত ছি‌লেন ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ