আখাউড়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    আখাউড়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৫৫:৪০ প্রিন্ট সংস্করণ

    বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধরখার ইউনিয়নের রুটি গ্রামের বাসিন্দা, তন্তর মোল্লাবাড়ি হাফিজিয়া ফুরকানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আকবর হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসার শিক্ষক, অত্র ইউনিয়নের উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। বুধবার সকালে তন্তর সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বলা হয়, আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের মৃত আয়েত আলীর ছেলে মোঃ আবুল হোসেন এর গ্রেফতার ও আখাউড়া থানার মামলা নং -১৩, জিআর নং- ১৭৪, মিথ্যা মামলার আসামি তন্তর মোল্লাবাড়ি হাফিজিয়া, ফুলকানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মাওলানা আকবর হোসেন ও বেলায়েত হোসেন মাস্টারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    মাওঃ আকবর হোসেনের বড় ভাই জায়গা জমি ও অর্থ সংক্রান্ত বিরুধের জের ধরে পরিকল্পিতভাবে ১২ জুলাই আখাউড়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন বলে মানববন্ধন থেকে বলা হয়। এসময় তারা মাওলানা আলী আকবর ও বেলায়েত হোসেন মাস্টারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা, আবুল হোসেনের গ্রেফতার ও বিচারের দাবিতে স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হকের হস্তক্ষেপ ও তার সহযোগিতা কামনা করেন।

    এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী মোঃ আবুল হোসেন বলেন, আমাদের ভাইদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে, বিষয়টি সামাজিকভাবে অনেকবার চেষ্টা করা হয়েছে সমাধানের জন্য, কিন্তু তারা তা মানে না, তাই আমি এই মামলা দায়ের করতে বাধ্য হয়েছি, এতে আদালত যদি আমাকে অপরাধী মনে করে আমি তা মেনে নেব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ