প্রতিনিধি ২ মার্চ ২০২৩ , ৩:২১:৩২ প্রিন্ট সংস্করণ
সৈয়দ আমিনুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া।
টিকিট কালোবাজারি প্রতিরোধে গত বুধবার (১ মার্চ) জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ও জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করে টিকিট কাটা শুরু হয়েছে। আর বিদেশি নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্ট দিয়ে নিবন্ধন করে টিকিট কাটতে হবে।
বিনা টিকিটে রেল ভ্রমণকারীদের জরিমানা এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে এমন উদ্যোগ গ্রহণ করে রেল কতৃপক্ষ। ইতোমধ্যে এর সুফলও মিলতে দেখা যাচ্ছে।
জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দিয়ে রেজিষ্ট্রেশন করার বিষয়টি অনেকেই জানেন না। টিকিট কাটতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে অনেকেরই।
আখাউড়া রেলওয়ে স্টেশন ভোগান্তিতে পড়া যাত্রীদের বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে দিচ্ছে কিছু যুবক। ‘উপকূল এক্সপ্রেস’ নামক ফেইসবুক পেইজের এডমিন প্যানেলের উদ্যোগে আখাউড়া রেলওয়ে স্টেশনে অস্থায়ীভাবে স্থাপন করেছেন ‘হেল্প ডেস্ক’। মহিউদ্দিন হৃদয় নামের যুবক জানান, কালোবাজারি কমাতে বাংলাদেশ রেলওয়ের এমন উদ্যোগকে স্বাগত জানাই আমরা। সুফল মিলবে অবশ্যই। আমরা কয়েকজন (সিয়াম,রবিউল, মহিন, নুরুজ্জামান) মিলে কাজ করে যাচ্ছি।
মো: মহিন বলেন, বাংলাদেশ রেলওয়ের এমন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছি। এতে করে কালোবাজারি কমবে বলে আশা করছি।
ভোগান্তিতে পড়া এক যাত্রী বলেন, রেলওয়ের এমন উদ্যোগে কালোবাজারি কমবে তবে যাত্রীদের একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। আখাউড়া স্টেশনের মতো সব স্টেশনে এমন হেল্প ডেস্ক থাকলে আর ভোগান্তি হবে না।