আজ অভিনেত্রী আনিকা তাবাসসুমের  শুভ জন্মদিন - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • বিনোদন

    আজ অভিনেত্রী আনিকা তাবাসসুমের  শুভ জন্মদিন

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৩ , ১২:৫২:৪৫ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    আজ রবিবার  (২৬ মার্চ) জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা তাবাসসুমের শুভ জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ফোনেই সবার শুভেচ্ছাতে  সিক্ত হবেন তিনি ।  দেশবাসী এবং প্রিয়জনদের কাছে তিনি দোয়া চেয়েছেন।

    জন্মদিন উপলক্ষে আনিকা তাবাসসুম বলেন, আমার জন্মদিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন । আমি যেনো  আপনাদের অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি । আর আমার একটি স্কুল আছে বিদ্যাসভা স্কুল আপনারা আমার স্কুলের জন্য দোয়া করবেন । আমার এই স্কুলে অনেকে লেখা পড়া করে । ৭০ জন সুবিধাবঞ্চিত শিশু । এ প্রথম আমি ওদের আমার জন্মদিন উপলক্ষে খাবার খাওয়াবো ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ