আশুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • নাগরিক সাংবাদিকতা

    আশুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ৯:২৩:৩২ প্রিন্ট সংস্করণ

    জহির সিকদার,আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া।

    ডিজিটাল পদ্ধতি ও উন্নয়ন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এ স্লোগানকে সামনে আশুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে বুধবার সকালে আশুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কার্য্যালয কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত নারী দিবস পালন উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।


    আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) কাজি তাহমিনা শারমিন।

    অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা শেখ জসিম উদ্দিন, ডা:আবদুল্লাহ আল মাহমুদ নজরুল,ফিরোজ মিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল।
    দিবসটি পালন উপলক্ষে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রাফিউদ্দিন,তথ্য সেবা কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী প্রোগ্রামার মো: আবদুল্লাহ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,ইউনিয়ন পরিষদের নারী সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    সভা পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক।
    অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ