প্রতিনিধি ৯ মার্চ ২০২৩ , ৯:৩৭:৫৫ প্রিন্ট সংস্করণ
জহির সিকদার,আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া।
আশুগঞ্জে প্রাণীসম্পদ প্রদর্শনী,পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আশুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি),প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত প্রাণীসম্পদ প্রদর্শনী,পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,খামারী আবদুল্লাহ আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: তানিয়া আহমেদ ও অনুষ্ঠান সঞ্চালনায় ও পরিচালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা আবিদা আল আকছার আশা।
প্রাণীসম্পদ প্রদর্শনী,পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীগন ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রদর্শনী শেষে ৬ টি ক্যাটাগরীতে ও বিশেষ ক্যটাগরীতে প্রদর্শনীতে অংশগ্রহণ করা ৩৮ টি প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত পাঠ করেন ক্বারি মোহাম্মদ বোরহানউদ্দিন। গীতা পাঠ করেন সোহেল দাস।