প্রতিনিধি ১৬ মার্চ ২০২৩ , ১০:১১:১৯ প্রিন্ট সংস্করণ
জহির সিকদার, আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া।
আশুগঞ্জে মিউটেশন,অনলাইন ভূমি উন্নয়ন এবং ভুমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রসাশন আশুগঞ্জের আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জায়কান যৌথ অর্থায়নে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি তাহমিনা শারমিন।
আশুগঞ্জ উপজেলা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) প্রতিনিধি ইউডিএফ লিটন চন্দ্র পালের সঞ্চালনায় চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় মোট ১২০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণে ভূমির বিভিন্ন বিষয়ের উপর টুকিটাকি আলোচনা করা হয়।