এইচএসসিতে উত্তীর্ণ সাফ চ্যাম্পিয়ন সিরাজগঞ্জের মেয়ে আঁখি খাতুনসহ অন্যান্যরা - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • খেলাধুলা

    এইচএসসিতে উত্তীর্ণ সাফ চ্যাম্পিয়ন সিরাজগঞ্জের মেয়ে আঁখি খাতুনসহ অন্যান্যরা

      প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩৭:৪২ প্রিন্ট সংস্করণ

    মারুফ সরকার।

    খেলার সঙ্গে শিক্ষাও প্রয়োজন। নারী ফুটবলারদের খেলার পাশাপাশি পড়াশোনাতেও জোর দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷ দেশের জাতীয় নারী দলের সাবিনা, কৃষ্ণারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তাদের অনুজরা আজ এইচএসসির ধাপ পার হয়েছেন।

    জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সিরাজগঞ্জের মেয়ে ডিফেন্ডার আঁখি খাতুন, শামসুন্নাহার সিনিয়র, ঋতু পর্ণা চাকমা। এই তিন ফুটবলার এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আখি ও ঋতু এ গ্রেড ( ৪.০০ তদূর্ধ্ব) পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

    সাফ অনুর্ধ্ব ২০ টুর্নামেন্টে খেলছেন রেহানা। এইচএসসি পাশ করেছেন তিনিও। তাঁর ফলাফলও এ গ্রেড। নেপালে সিনিয়র সাফ স্কোয়াডে ছিলেন সাজেদা। সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া এই ফুটবলারও কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ