প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২২ , ৩:৩৪:৪২ প্রিন্ট সংস্করণ
এসকে মিজানুর রহমান
বাংলা লোকগানের ঐশ্বর্যমণ্ডি কণ্ঠ এসকে মিজানুর রহমানের নতুন গান নিয়ে আসছেন। “তুমি আমার মনের মানুষ টু, চোখে তবু খরা 2’ শিরোনামে গানটি লিখেছেন ও সুরারোপ করেছেন এসকে মিজানুর রহমান, সংগীতায়োজনে ছিলেন রহমান।
গানটি সম্পর্কে এসকে মিজানুর রহমান বলেন, হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তবে এসকে মিজানুর রহমান বয়সে তরুণ হলেও তার গানের বাণী ও সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। বিশেষ করে এই গানটির ভেতরে একটি প্রবহমান কান্নার অনুরণন পাবেন শ্রোতারা, যা তাদের মনকে প্রশান্ত করবে বলে বিশ্বাস করি।
এসকে মিজানুর রহমানে বলেন, বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তি। তাঁর দরদি কণ্ঠে আমার রচিত কোনো গান গীত হয়েছে- বিষয়টি ভাবতেই মনের ভেতর একটি অলৌকিক ভাল লাগা কাজ করছে। আশা করছি, তাঁর শ্রোতাভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।
এসকে মিজানুর রহমান ইউটিউব চ্যানেলে শিগগিরই গানটি ভিডিও আকারে প্রকাশিত হবে।