প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ১২:৩৯:২০ প্রিন্ট সংস্করণ
হাবিবুর রহমান,লক্ষ্মীপুরঃ
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঔষধ ব্যবসায়ী সমিতি কমলনগর উপজেলা শাখার নতুন কমিটি গঠন।
১৯ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় হাজিরহাট নবাব চাইনিজ রেস্টুরেন্টে দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ ব্যবসায়ী ও বিসিডিএস কমলনগর শাখার প্রধান উপদেষ্টা শাহিন ফার্মেসীর প্রোপ্রাইটর সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানার ওসি তদন্ত আবদুল জলিল
জনপ্রিয় ফার্মেসীর প্রোপ্রাটর শরিফুল ইসলামের সঞ্চালনায় কমলনগরের প্রত্যেক বাজার থেকে দুই তিনজন করে ব্যবসায়ী তাদের বক্তব্যের মাধ্যমে নতুন কমিটির প্রয়োজনীয়তা তুলে ধরেন।প্রথম অধিবেশন শেষে সভাপতি মহোদয় দ্বিতীয় অধিবেশনের প্রথমে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ গঠনের বিষয়ে সবার মতামত জানতে চাইলে উপস্থিত সবাই সাড়া দেন।
প্রথমে উপস্থিতিদের পক্ষ থেকে সভাপতি প্রার্থীর নাম জানতে চাইলে সঞ্চালক মা হাফেজা মেডিকেল হলের প্রোপ্রাইটর ইসমাইল হোসাইন বিপ্লবের নাম প্রস্তাব করলে আর কোন প্রার্থী না থাকায় সকলের কণ্ঠ ভোটের সমর্থনে অনুষ্ঠানের সভাপতি সফিকুল ইসলাম নতুন সভাপতি হিসেবে ইসমাইল হোসাইন বিপ্লবকে বিজয়ী ঘোষণা করেন।
পরবর্তীতে সাধারণ সম্পাদকের পদে প্রার্থী জানতে চাইলে ইফাজ ফার্মেসীর প্রোপ্রাইটর শরীফুল ইসলাম প্রার্থীয়তা ঘোষণা করেন। উপস্থিত আর কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন। সভাপতি -সাধারণ সম্পাদক প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে জেলা ও কেন্দ্রীয় কমিটির সমন্বয়ে ঐক্যবদ্ধ কাজ করার পরামর্শ দিয়ে সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।