কমলনগরে সড়ক দুর্ঘটনায় ফরাদ নামে এক ছাত্র নিহত - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • সারাদেশ

    কমলনগরে সড়ক দুর্ঘটনায় ফরাদ নামে এক ছাত্র নিহত

      প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ১২:৪৬:০১ প্রিন্ট সংস্করণ

    হাবিবুর রহমান,লক্ষীপুরঃ

    লক্ষীপুরের কমলনগরে কাভার্ডভ্যানের চাপায় মো: ফরাদ হোসের(১৮)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
    এ সময় গুরুতর আহত হয়েছে তার নানি আফরোজা বেগম(৫০)রোববার (২৫জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লক্ষীপুর-রামগতি সড়কের কমলনগর উপজেলার হাফেজিয়া মাদ্রাসা সংলগ্নে দুর্ঘনা ঘটে।

    ফরাদ কমলনগর উপজেলার চর ফলাফল গ্রামের ইয়াছিন হাজী বাড়ির জামাল হোসেন এর ছেলে।তিনি হাজির হাট মিল্লাত একাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

    নিহত ও আহতের স্বজন মোহাম্মদ উল্যা বলেন,ফরাদ তার নানিকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় (মিশুক)করে উপজেলার করইতোলা থেকে হাজির হাটের দিকে যাচ্ছিলেন। এই সময় পথের বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের অটোরিকশা কে চাপা দেই।এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশা থাকা নানি নাতি গুরুতর আহত হন।তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে ফরাদ কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ