প্রতিনিধি ১২ জুলাই ২০২৩ , ১:২৫:১৯ প্রিন্ট সংস্করণ
আতিকুল ইসলাম,চট্টগ্রামঃ
চট্টগ্রাম মহানগরীতে বাসচাপায় মো. নুরুল করিম (৪৭) নামে এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ৮টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর ২নম্বর গেট পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাফিক পুলিশ নুরুল করিমের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।
সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. তারিকুল ইসলাম বলেন, রাস্তায় ডিউটিরত থাকাকালে ১০নম্বর রুটের বেপরোয়া একটি বাস কনস্টেবল নুরুল করিমকে ধাক্কা দেয়। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আশেক বলেন, ২নম্বর গেট এলাকায় ডিউটি করার সময় বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত নুরুল করিম। তাকে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।