প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ১২:৫০:৫৮ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে সরকারি মেইন রাস্তা দখল করে চলছে মার্কেট নির্মাণের কাজ। এর ফলে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা । এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায় , গত ১ মাস ধরে নির্মাণ করছে মার্কেট। মার্কেটে তৈরির যাবতীয় জিনিসপত্র রড সিমেন্ট,বালু সহ সুরকি সরকারি রাস্তায় টানিং এর উপর অবৈধভাবে রাখা হচ্ছে যার প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা। এছাড়া মার্কেট তৈরির যাবতীয় তৈরিতে মসলা, ঢালাই সহ বিভিন্ন উপাদান রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল করে রাখছে । এর ফলে ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করতে হচ্ছে যানবাহন চালকদের ।
রাস্তায় চলাচল কারী ট্রাক চালক বলেন, আমি প্রায় সব সময় এ রাস্তা দিয়ে ট্রাক নিয়ে চলাচল করি। সম্পূর্ণ রাস্তা ঠিক থাকলেও এ রাস্তা যখন পার হওয়ার সময় খুবই ঝুঁকিপূর্ণ মনে হয় আমাকে । তাছাড়া একদিন পরপর ঘটছে দুর্ঘটনা আমিও লোড গাড়ি নিয়ে ঝুঁকি চলাচল করছি। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে এই আবদ্ধ ভাবে রাস্তা দখল না করে মার্কেট নির্মাণ না করা হয়। রাস্তার প্রায় অর্ধেক অংশ বেশি তারা দখল করে রাখছে।
স্থানীয় একজন বলেন, এই রাস্তা দিয়ে সোনামসজিদ স্থল বন্দরের গাড়িসহ পাথর বোঝাই করা বড় বড় ট্রাক চলাচল করে থাকে। এর ফলে কখন কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে তা বলা যায় না। আমরাও বাজার ঘাট করার জন্য ঝুঁকিপূর্ণ ভাবে এই রাস্তা পারাপার করে থাকি।এ বিষয়ে মার্কেট মালিক কে আগে বারবার বলা হলো তিনি উল্টো হুমকি দেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার চাঁপাইনবাবগঞ্জ এবং গোরবাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দৃষ্টি আকর্ষণ করছি । যাতে অবৈধভাবে রাস্তা দখল করে মার্কেট নির্মাণ থেকে দূরত্ব অপসন করা হোক।