প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ১০:৫৫:১০ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে মৃত আবদুস সামাদের ছেলে জাকির হোসেন (৪৫) আপন ভাইয়ের হাতে খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে ও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার ২৬ আগস্ট বিকেল সাড়ে চারটায় নিজেদের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই, বড় ভাই জাকির হোসেন কে ছুরি দিয়ে আঘাত করে। এসময় গুরুতর আঘাত প্রাপ্ত জাকির হোসেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা জাকির হোসেন কে উদ্ধার করে চিকিৎসার জন্য বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাবরিন নাইম সিয়াম তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে নিহত জাকির হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রাজু আহমেদ বলেন, খবর পেয়ে পরবর্তী সংঘাত এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।