প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ
মহান রব আমাকে সৃষ্টি করেছেন,আল্লাহ জানেন যে আমি কি চায়,আমার অন্তর যা চায়। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার নামই জীবন, জীবন অনেক সুন্দর মধুময় যদি উপভোগ করতে পারেন।এক সময় দুনিয়াতে ছিলাম না,আজ আছি একদিন থাকবো না,দোষে গুণে মিলেই মানুষ – ক্ষমা করে দেওয়াই সর্বোত্তম প্রতিশোধ।
চোখে আলো আছে তবু অন্ধকারে লাইট বা আলো জ্বালিয়ে দেখতে হয়, আপনি খাবার খেয়েছেন খাওয়ার পর পেটে খিদে থাকেনা , এই পৃথিবীতে মানুষ যা কিছু করছে শুধু মাত্র পেটের জন্য।
এটা সত্য যে খালি পকেট আর ক্ষুধার্ত পেট চিনিয়ে দেয় কে কার কতটা আপন, চোখ বুঝলেই অন্ধকার – আজ মরলে কাল দুদিন।
আপনার অপকর্ম আপনার পাপের শাস্তি আপনাকেই ভোগ করতে হবে, অশান্ত পৃথিবীতে কেউ শান্তিতে নেই মানুষ ক্লান্ত , তবুও পরিবর্তন নেই। ঘরে স্ত্রী থাকা স্বত্বেও অন্য নারীর প্রেমে হাবুডুবু খাই ,দুঃখের সময় যে নারী পাশে ছিলো – সুখের সময় অন্য নারীর পেছনে হাটা অন্যায় অবিচার।
অন্যের চোখে পানি ঝড়াচ্ছেন মনে রাখতে হবে আপনার ও দুটি চোখ আছে, ক্ষনিকের সুখের জন্য যুগ যুগ ধরে মানুষ দেখে আসছে ভালোবাসা শুধু কষ্ট দেয়,তবুও মানুষ সব কষ্ট ভুলে ভালোবাসার পেছনে দৌড়ায় ।
আপনার চোখের পানির অনেক মূল্য ,একমাত্র মূল্য বুঝে মা, এছাড়া কেউ চোখের ভাষা বুঝবে না , ক্ষুধার্ত পেট আর শুকনো মুখ কেউ দেখে না। বাস্তবতা উদ্যেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না।
এই পৃথিবীতে কে শুনে কার কথা আর কে বুঝে কার ব্যাথা,
স্ত্রীরে কে ভালোবাসুন – কারন সে মায়ার বাঁধন ছেড়ে আপনার সংসারে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ,সকালে সবার আগে ঘুম থেকে উঠে এবং সবার শেষে ঘুমাতে যায়।
আপনি আমি আমরা বেচে আছি আল্লাহর রহমতে, নিঃশ্বাস নিচ্ছি আল্লাহর রহমতে ,সুখে আছি আল্লাহর রহমতে, ভালো আছি আল্লাহর রহমতে – আলহামদুলিল্লাহ
আপনি কয়েক দিনের ভালোবাসার জন্য কাঁদছেন ,আল্লাহ্ কে ভালোবেসে দেখুন তিনি (আল্লাহ্) আপনাকে কাঁদতে দিবেন না।
যাবতীয় হারাম ছেড়ে তওবাহ করুন, ইসলামের সরল সঠিক পথে হাঁটুন ,নামাজ পড়ে দোয়া করুন – আল্লাহ তুমি ঈমান দিয়েছো,ঈমানের পূর্ণতা দাও,ঈমান বিরোধী কোনো কাজ যেনো আমার দ্বারা সম্পাদিত না হয়,মুমিন যে কাজ করতে পারে না,আমি যেনো এমন কাজ না করি।আল্লাহ তোমাকে ভয় পায় এমন একটা অন্তর আমাকে দান করো।
হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল ক্ষমা করাকে পছন্দ করো,অতএব আমাকে ক্ষমা করো। আমীন
ভালো থাকুন ,সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ,আল্লাহ সবার মুখে হাসি ফুটাক।