প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ১২:৫৭:৪৩ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
অপরাধ দমনে বিশেষ অবদান রাখায়, গ্রেফতারি পরোয়ানা তামিলে জেলার দ্বিতীয় স্থান অর্জন করার জন্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মে ২০২৩ এর জেলায় ২য় শ্রেষ্ঠ এস আই হিসাবে সন্মাননা অর্থ পুরস্কার পেয়েছেন বিজয়নগর থানার সাব-ইন্সপেক্টর মোঃ শরিফুল ইসলাম। তিনি এর আগে টানা ৩ বার শ্রেষ্ট সম্মাননা পেয়েছেন। এ নিয়ে টানা মোট ৪ বার সম্মাননায় ভূষিত হলেন।
২১ জুন বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
বিজয়নগর থানার সাব-ইন্সপেক্টর মোঃ শরিফুল ইসলাম অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এসপি স্যার, সার্কেল স্যার এর নির্দেশনায় এবং বিজয়নগর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ স্যারের সু-পরিকল্পনা ও উৎসহ উদ্দীপনার কারণে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে সফলতা অর্জন করতে পেরেছি।
তিনি আরো জানান, উক্ত সম্মাননা প্রাপ্তি আমার দায়িত্বকে আরো গুরুত্বের সাথে পালন করার উৎসব প্রদান করবেন।