টাঙ্গাইলে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার গুরত্ব ও করণীয়’ বিষয়ক সেমিনার - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • শিক্ষা

    টাঙ্গাইলে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার গুরত্ব ও করণীয়’ বিষয়ক সেমিনার

      প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ১০:৪৯:৪০ প্রিন্ট সংস্করণ

    আতিকুল ইসলাম (টাঙ্গাইল)

    কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার গুরত্ব ও করনী’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে এ সেমিনারের আয়োজন করা হয়।

    এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব তারেক। প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজামান। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

    টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ইলেকট্রিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর মো. আনোয়ার হোসেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ