প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ৬:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামে তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি ও নতুন জাতের আবাদ সম্প্রসারণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার (০৩ অক্টোবর) বিকাল ০৪ ঘটিকায় রসুলপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে বিজয়নগর উপজেলা কৃষি অফিস।
উপসহকারী কৃষি অফিসার মোঃ সফিউল আলমের সঞ্চালনায় – চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাব্বির আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নূরে আলম,০৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইউনুছ আলী সহ জনপ্রতিনিধি, বীজ ও সার ডিলার, কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ সহস্রাধিক কৃষক-কৃষাণী ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপস্থিত কৃষক কৃষাণীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কৃষির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
গত বছর তেল ফসল আবাদ সম্প্রসারণের ভিত্তিতে দ্বিতীয় শ্রেষ্ঠ কৃষি অফিসার নির্বাচিত হয়েছেন বিজয়নগর উপজেলা কৃষি অফিসার মোঃ সাব্বির আহমেদ ও শ্রেষ্ঠ উপসহকারী কৃষি অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিলেন চান্দুরা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার মোঃ সফিউল আলম।
এই অর্জন সমস্ত কৃষকদের, কৃষকদের কে এই স্বীকৃতি উৎস্বর্গ করা হয়। স্বীকৃতি প্রদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার উপপরিচালক সুশান্ত সাহাকে ধন্যবাদ জানান উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি অফিসার।