প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ১১:৪৩:৫৭ প্রিন্ট সংস্করণ
জহির সিকদার,আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া।
আগামী ০১ লা ফেব্রুয়ারী ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া ০২(সরাইল -আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম (জুয়েল)। যার প্রতিক গোলাপ ফুল।
তিনি নির্বচনকে কেন্দ্র করে আজ সোমবার ২৩ জানুয়ারী আশুগঞ্জ উপজেলার লালপুর বাজারে নির্বাচনী প্রচারনা চালিযেছেন। এ সময় তিনি বলেন, জনগনের ভোটে আমি নির্বাচিত হলে আশুগঞ্জ -সরাইলের অবহেলিত জনগনের কল্যানে নিজেকে নিয়োজিত করব। সেই সাথে অবকাঠামোগত উন্নযন সাধনে সর্বাত্বক ভূমিকা রাখব।
আমি জনগনের বিপুল সাড়া পাচ্ছি এবং জনগন আমাকে নির্বাচিত করেব বলে আমি শতভাগ আশাবাদি। গনসংযোগ চালনার সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নিয়াজ শরীফ আহমেদ, হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন নিয়াজ আওয়াল মিয়া,নিয়াজ মানিক ছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ।