পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শাহনেওয়াজ শাহ্ - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শাহনেওয়াজ শাহ্

      প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ৮:১৭:৪৫ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামের কৃতি সন্তান কবি, লেখক, সাংবাদিক ও সংগঠক শাহনেওয়াজ শাহ্ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

    শুভেচ্ছা বার্তায় শাহনেওয়াজ শাহ্ সকল সাংবাদিক সহযোদ্ধা ও গণমাধ্যমকর্মী সহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের মাঝে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের মাঝে নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।
    তিনি আরো বলেন, সকল ভেদাভেদ ভুলে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের গুরুত্ব ও মহত্ত্ব থেকে শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি।
    এছাড়া মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে সকলকে কাজ করতে হবে । তাই সব ভেদাভেদ ভুলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ্য হয়ে অসাপ্রদায়িক চেতনা ধারণ করে একে অপরের প্রতি পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে।

    শুভেচ্ছান্তেঃ-
    সাংবাদিক শাহনেওয়াজ শাহ্
    প্রচার সম্পাদক – বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম।
    সদস্য- বিজয়নগর উপজেলা প্রেসক্লাব।
    কার্যকরী সদস্য- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ