প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:১৮:৪২ প্রিন্ট সংস্করণ
হীরা আহমেদ জাকির,ব্রাহ্মণবাড়িয়া।
সাহিত্য-সংস্কৃতির পীঠ ভূমি, তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়ার- সংস্কৃতিকে আরো ত্বরান্বিত ও বেগবান করতে ব্রাহ্মণবাড়িয়ার উদীয়মান কন্ঠ শিল্পীদের সমন্বয়ে পূর্বাঞ্চল সংগীত সংগঠন নামে একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়।
১৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি: রবিবার, রাত ৮ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া শিশু-কিশোর সংগীত একাডেমির কার্যালয় বিশিষ্ট গীতিকার ও সুরকার জনাব আনোয়ার হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কন্ঠ শিল্পী মোঃ সেলিম কে আহবায়ক ও জুনিয়র কুমার শানু খ্যাত কন্ঠশিল্পী সম্রাট হোসেন রবিনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের কণ্ঠশিল্পী এবং যন্ত্র শিল্পীদের উক্ত সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করেন সংশ্লিষ্টরা।