প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ৮:১৯:৩৮ প্রিন্ট সংস্করণ
মো. কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পলাতক চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জসিম মিয়ার বাড়ির মালামাল ক্রোক করেছে বিজয়নগর থানা পুলিশ।
রবিবার (৩০জুলাই) বিকালের দিকে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহমেদের নেতৃত্বে সঙ্গীও ফোর্স এসআই মো. শরিফ, এসআই আব্দুল্লাহ আল নোমান, এসআই সাইদুল ইসলাম এ,এসআই আমির হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে । উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার ওই মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করা হয়।
পলাতক মাদক ব্যবসায়ী মোঃ জসিম মিয়া বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের ফতে মিয়ার ছেলে।
বিজয়নগর থানার এসআই মো. শরিফ বলেন ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের নির্দেশে মাদক মামলার পলাতক আসামি মোঃ জসিম মিয়ার বাড়ি থেকে একটি ডাইনিং টেবিল টেবিল, এক সেট সোফা জব্দ করা হয়। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাজু আহমেদ জানান, বিচারাধীন মামলায় পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে উপস্থিত না হওয়ায় অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। ওই নির্দেশের আলোকে পুলিশ ক্রোকি পরোয়ানা তামিল করেন। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানিয়েছেন।