প্রতিনিধি ১২ মে ২০২৩ , ৬:২৯:৩১ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গঠিত, মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে মাদক উদ্ধার সহ একজন মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবিকে আটকের পর সাজা প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনে আসা দু’জনকে সাজা প্রদান করা হয়।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পশ্চিম সেজামুড়া গ্রামের মৃত শহীদ মিয়া’র ছেলে মো: বাবুল মিয়া (৫৫)র বসতবাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ বিভাগের সদস্যরা প্রায় ৩ ঘন্টা তল্লাশি চালিয়ে ৭৪ বোতল এসকফ, ৮ বোতল ফেনসিডিল, ১৫ বোতল ভারতীয় বিলাতী মদ ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের পরিমাণ বেশি হওয়ায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কে মাদক ব্যবসায়ী মো: বাবুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করার জন্য বলা হয়। আটক বাবুল মিয়ার বিরুদ্ধে, মারামারি, ডাকাতি প্রস্তুতি ও একাধিক মাদক মামলা রয়েছে।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে উক্ত স্থানে মাদক সেবনে আসার অপরাধে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অলিপুর গ্রামের হেবজু মিয়ার ছেলে মো: উজ্জ্বল মিয়া ও একই গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে মো. আলমগীর মিয়াকে হাতেনাতে আটক করে দুইজনকে ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আসামিরা জরিমানার টাকা পরিশোধ করায় তাদের সাজা মূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, মাদকের ছোবলে দেশের সম্ভাবনাময় যুব সমাজ ধ্বংসের পথে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের ও এগিয়ে আসা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।