বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ৪:৪৪:৫৩ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল হাসিম ভূঁইয়ার ছেলে ছফিউল ভূঁইয়া (৫৫) এর উপর হামলার ঘটনা ঘটেছে। হাফিজ উদ্দিন এর ছেলে রেজেক মিয়া, কাদির ভূঁইয়া এবং কাদির ভূঁইয়ার ছেলে মামুন সহ মোট ৯ জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১লা আগস্ট মঙ্গলবার দুপুরে মামলার বাদী ছফিউল ভূইয়া তার বসত বাড়ি সাথে সংযুক্ত ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন আইটেমের গোডাউনে ব্যবহৃত ডিজিটাল পাল্লা বিবাদীর প্রয়োজন মেটাতে রেজেক মিয়া নিয়ে যায় এবং প্রয়োজন মিটিয়ে ফেরত দেওয়ার সময় কর্দমাক্ত অবস্থায় ফেরত দিতে আসলে মামলার বাদী নোংরা অবস্থার কারণ জিজ্ঞেস করাকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে লাঠি শুটা দিয়ে আক্রমণ করে বিবাদী ছফিউল ভূঁইয়া ও তার ছেলে সুজন মিয়া (১৭) কে গুরুতর আহত করেন। বর্তমানে সুজন মিয়ার গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

    এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, এমন সামান্য একটি তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এমন বড় ধরনের ঘটনা ঘটবে আমরা তা আশা করিনি।

    এ বিষয়ে বাদী ছফিউল ভূঁইয়া বলেন, আমি খুবই নিরীহ মানুষ আমার পাল্লা ওরা ব্যবহার করবে ভালো কথা কিন্তু ফেরত দেওয়ার সময় যখন নোংরা অবস্থায় ছিল তখন আমি নোংরা অবস্থার কারণ জিজ্ঞেস করেছিলাম এজন্য তারা লাঠি সোটা নিয়ে আমি এবং আমার ছেলের উপর আক্রমণ করেন। আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

    এ বিষয়ে বিজয়নগর অফিসার ইনচার্জ রাজু আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এজহার আমরা পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ