প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ১০:৪৮:৫৭ প্রিন্ট সংস্করণ
মোঃ কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র ও গৃহগণনা ২০২১ প্রকল্পের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
উপহার হিসেবে বিজয়নগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে আজ ট্যাব বিতরণ করা হয়।
১৩ ই মে রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার র আ ম, উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর আসেনর সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নাছিমা মুকাই আলী। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি, এডভোকেট জহিরুল ইসলাম। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী , বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, মাধ্যমিক শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গ্রাম পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এই ট্যাব উপহার হিসেবে বিতরণ করা বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনবদ্য সাফল্য হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।