বিজয়নগরে প্রয়াত প্রাধান শিক্ষক মো.ইয়াছিন মিয়ার স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • সারাদেশ

    বিজয়নগরে প্রয়াত প্রাধান শিক্ষক মো.ইয়াছিন মিয়ার স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৩০:১৯ প্রিন্ট সংস্করণ

    মোঃকেফাইতুল ভুঁইয়া,ব্রাহ্মণবাড়িয়া।

    ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক ও উপজেলা পর্যায়ে একবার ও জেলা পর্যায়ে একবার শ্রেস্ট প্রাধান শিক্ষক জনাব মো.ইয়াছিন মিয়ার স্বরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    মঙ্গলবার (৪সেপ্টেম্বর)দুপুরে কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজগর আলীর সভাপতিত্বে পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আসাদুল হক শিপনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু ইউসুফ, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী। কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ এহসানুল হক রানা, সাংবাদিক মো.কেফাইতুল ভুঁইয়া, মনিরুজ্জামান মিন্টু পরিচালনা কমিটির সদস্য জুনায়েদ সাহেব, কামাল মিয়া, সুহেল মিয়া,রাহিম মিয়া আরো উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন পরিষদের সদস্য ছায়েদ মেম্বার, রমজান মেম্বার, জালাল মেম্বার প্রমূখ।

    এসময় বক্তারা প্রয়াত প্রধান শিক্ষক ইয়াসিন মিয়ার স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন মরহুম ইয়াসিন স্যার ছিলেন অত্যন্ত ভালো মানুষ অনেক দক্ষ একজন প্রধান শিক্ষক ছিলেন তিনি তার দক্ষতায় পর পর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

    বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সিনিয়র শিক্ষক জনাব আবুস সালের দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল শেষ হয়।পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হইছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ