প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ৫:২৪:৩০ প্রিন্ট সংস্করণ
এস এম জহিরুল আলম চৌধুরী টিপু,বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাংলাদেশ সহকারি শিক্ষক সমাজের নতুন কমিটির গঠন করা হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ বিজয়নগর শাখার উদ্যোগে কাউন্সিল ও শিক্ষক সমাবেশ ২০২৩ ইং অনুষ্ঠিত হয়।
আজ (১৪ জানুয়ারি) শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে সংগঠনের সভাপতি মোঃ রুবেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিজয়নগর শাখার সভাপতি ও হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন হাজারী, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, সাংবাদিক এস এম টিপু চৌধুরী, আশিষ সাহা, ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম আজাদ, ভিটিদাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান খান, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান দস্তগীর, সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আল আমিন, মোঃ আলমগীর হোসেন, মনিরুল ইসলাম সজিব, মোঃ সিব্বির মিয়া, এবিএম রিপন, মোঃ মুসা মিয়া, তহুরা বেগম প্রমুখ।
পরে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে আগামি ৩ বছরের জন্য নতুন কমিটির ৫ টি পদে পাঁচজনের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি মোহাম্মদ রুবেল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সিব্বির মিয়া, সিনিয়র সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজিবকে নির্বাচিত করা হয়। আগামি দশ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।