বিজয়নগরে মাদকের প্রতিবাদ করে ফেঁসে গেল মামলায় - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    বিজয়নগরে মাদকের প্রতিবাদ করে ফেঁসে গেল মামলায়

      প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৪:৪৭:২৩ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগরে পত্তন ইউনিয়নের, আদমপুর গ্রামের মৃত আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে আশিক ভুঁইয়া (৫০) ও ফরিদ ভূঁইয়া (৪৫) এর নামে মিথ্যা মামলার দায়েরের প্রতিবাদে গতকাল ১৭ মার্চ প্রেসক্লা‌বে সংবাদ স‌ম্মেলন করা হ‌য়ে‌ছে ।
    সংবাদ সম্মেলনে তাদের লিখিত বক্তব্য বলেন,  আমরা সমাজে শান্তি প্রিয় মানুষ,  আমাদের বাড়ির পাশে একটি মসজিদ রয়েছে, মসজিদের আশেপাশে অজুখানায় প্রায় সময়ই মাদক ফেনসিডিলের খালি বোতল ও বিভিন্ন রকম মাদকের খোসা পাওয়া যায়। কর্তব্যের তাড়নায় আমরা প্রায় সময়ই মসজিদ কমিটি ও বিভিন্ন নেতৃবৃন্দকে অবগত করে আসছিলাম।  কিন্তু কেহই তা কর্ণপাত ক‌রে নাই। আমরা এসবের প্রতিবাদ করলে উক্ত গ্রা‌মের মৃত আব্দুর রহিমের ছেলে আতিকুল ইসলাম (৩৮) , মৃত মস্ত মিয়ার ছেলে আনিছ মিয়া (৪২) , মৃত আইনুদ্দিনের ছেলে আবু শ্যামা (৫৫) এবং মিজান মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৮) আমাদের উপর ক্ষেপে গিয়ে, বিভিন্ন ধরনের হয়রানি ও আক্রমনাত্মক আচরণ করেন। তারই প্রতিক্রিয়ায় গত ১৯শে ফেব্রুয়ারি মোহাম্মদ আতিকুল ইসলাম ওরফে কুদ্দুস মিয়া বাদী হয়ে পাঁচ শতাংশ জায়গা দখল করেছি মর্মে আমাদেরকে হয়রানি অপ্রাসঙ্গিক  মিথ্যা ও কাল্পনিক মামলা দায়ের করেন। যাহা আমরা কোনভাবে জড়িত না ।

    এলাকাবাসী সবাই জানে,   উক্ত জায়গা কবরস্থানের অধীনেই আছে।
    উক্ত মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়তই আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় এবং আমি ও আমার পরিবার আতঙ্কে দিনাপাত করিতেছি।
    তারা এ সময় প্রশাস‌নের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ