প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৩ , ১১:০৮:১১ প্রিন্ট সংস্করণ
মো কেফাইতুল ভুঁইয়া,ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ মনির কে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
১৭ আগস্ট ২০২৩ ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা দায়রা জজ দায়রা মামলা নং ২৩৩/০৮ এর রায় প্রদান করেন।
১০ অক্টোবর , মঙ্গলবার ভোর ৪ টার দিকে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ এর দিক নির্দেশনায় এসআই শরিফুল ইসলাম, এসআই মোঃ গিয়াস উদ্দিন, এএসআই আবদুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স সহ পলাতক আসামিকে বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেফতার করেন।
মোঃ মনির বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোঃ তোরাব আলীর ছেলে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ মনির কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।