প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ১১:০৩:০৫ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাকজমকপূর্ণ ব্যতিক্রমী আয়োজনে হরষপুর ঋষিপাড়া রুপসী বাংলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ৭ টার সময় হরষপুর ঋষিপাড়া মন্দির প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারোয়ার রহমান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল হরষপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী হাজী সালাহউদ্দিন সেলিম।
বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত’র প্রাণবন্ত সঞ্চালনায় হরষপুর ঋষিপাড়া রুপসী বাংলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও হরষপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবীর মাস্টার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরষপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মোঃ মাহফুজ মিয়া, হরষপুর ইয়ংস্টার ক্লাব এর সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষা অনুরাগী, সমাজ সেবক মোহাম্মদ নুর আলম, বিশিষ্ট ক্রীড়া অনুযায়ী মোঃ শিরন মিয়া, বিজয় দাস, মোঃ ইয়াকুব মিয়া, আবুল কালাম, নিবারণ ঋষি, রবিন্দ্র ঋষি, কমল ঋষি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ঋষি সম্প্রদায়ের আগত ৬ টি দলকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
হরষপুর ঋষিপাড়া রুপসী বাংলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ঋষি সম্প্রদায়ের আগত ৬ টি দল নিয়ে হরষপুর খেলার মাঠে অনুষ্ঠিত লীগ প্রদ্ধতিতে টুর্নামেন্টটি পরিচালিত হয়ে ২৭ ডিসেম্বর দুপুর ১২ টায় ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হবে।