বিজয়নগরে রোকেয়া দিবসে  ৪ জন জয়িতাকে সম্মাননা প্রদান - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    বিজয়নগরে রোকেয়া দিবসে  ৪ জন জয়িতাকে সম্মাননা প্রদান

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২২ , ৩:১৯:১৩ প্রিন্ট সংস্করণ

    হীরা আহমেদ জাকির ,ব্রাহ্মণবাড়িয়া। 

    “সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্য কে নিয়ে সারাদেশে ন্যায় বিজয়নগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পালিত হলো বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

    ৯ ডিসেম্বর শুক্রবার সকাল সারে দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শাহীনূর জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমানউল্লাহ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত।

    আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে উপজেলার মির্জাপুর গ্রামের রবীন্দ চৌধুরীর মেয়ে মন্টি রানী চৌধুরী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন সহকারী শিক্ষক সালমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার ক্যাটাগরিতে সাতগাঁও গ্রামের আইয়ুব আলীর মেয়ে রুনা আক্তার ও সমাজ উন্নয়নেও অসামান্য অবদানের ক্যাটাগরিতে কেনা গ্রামের কামাল মিয়ার স্ত্রী শাকিল আক্তার কে উপজেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ