বিজয়নগরে সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের কার্যকারী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    বিজয়নগরে সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের কার্যকারী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১৫:৪৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ কেফাইতুল ভুঁইয়া,ব্রাহ্মণবাড়িয়া।

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন যুবলীগের কার্যকারী কমিটির পরিচিতি সভা ও সারাদেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৮সেপ্টেম্বর)বিকেলে উপজেলার নিরাশানি পলিটেকনিক একাডেমির মাঠে সিংগারবিল ইউনিয়ন যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সিঙ্গারবিল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল খানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি এড:শাহনুর ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড:সিরাজুল ইসলাম ফেরদৌস।এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক রাসেল খান, ৭নং সিংগারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া। সিঙ্গারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সভাপতি সুলাইমান মিয়া, আরো উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বকুল মিয়া, সহ-সভাপতি হোসেন মিয়া, জসিম মিয়া,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নাঈম , যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন মিয়া, শেখ সেলিম, সুজন মিয়া, আবু তাহের প্রমূখ।

    এ সময় বক্তারা বলেন আজকের পরিচিতি সভা থেকে সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগকে সুসংগঠিত হয়ে উপজেলা যুবলীগের হাত ধরে জেলা যুবলীগের দিক নির্দেশনায় ব্রাহ্মনবাড়িয়া সদর ও বিজয়নগরের মাটি ও মানুষের নেতা জননেতা ওবায়দুল মুক্তাদির চৌধুরীর হাতকে শক্তিশালী করতে হবে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে সব সময় প্রস্তুত ও রাজপথে থাকার জন্য আহ্বান করেন ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ