প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৪:৩৫:৫২ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ভূমিসেবা সপ্তাহ ও ভূমিসেবা প্রদানে র্যালী ও আলোচনা সভা করা হয়।
সোমবার ২২শে মে সকালে ১০ ঘঠিকায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ,সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান খান শাওন,বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাজু আহমেদ,ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম,প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এদিকে সাধারণ জনগণ যাতে সহজেই ভূমি সেবা পায় এজন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান খান শাওন উপজেলা ভূমি অফিসের সামনে অস্থায়ী স্টল বসিয়ে ভূমি মালিকদের সেবা দিচ্ছেন।
ভূমি নিয়ে মামলা-মোকাদ্দমা ও সীমানা বিরোধ কমে যাবে বহুলাংশে। ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে ২২ মে থেকে ২৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ২০২৩-এর কার্যক্রম চলবে।
ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইনসেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মাঝে ব্যাপক পরিচিত করার লক্ষ্যে এবারের ভূমি সেবাসপ্তাহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।
ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের কাছে নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণমানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে সেজন্য এক ঠিকানায়সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে land.gov.bd ভূমি সেবা প্ল্যাটফর্ম।
এছাড়াও যে কোনো তথ্য বা দিকনির্দেশনার জন্য ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবাগ্রহণ করতে পারবেন।