প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ৪:১৪:১৭ প্রিন্ট সংস্করণ
মোঃ কেফাইতুল ভুঁইয়া,ব্রাহ্মণবাড়িয়াঃ
২০ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা প্রশাসন বিজয়নগর,জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর উপজেলা পরিষদ এর সৌজন্যে বিজয়নগর উপজেলার পিছিয়ে পড়া প্রাথমিক বিদ্যালয় সমূহকে আইসিটি বিষয়ক জ্ঞানে আরো পারদর্শী করতে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য ২০ টি প্রাথমিক বিদ্যালয়সমূহে মাল্টিমিডিয়া ট্যাব ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।
পাশাপাশি প্রাইমারি বিদ্যালয়সমূহে বাস্তবিক চাহিদার ভিত্তিতে ১৫ টি প্রতিষ্ঠানে বাচ্চাদের পড়ার জন্য স্কুল বেঞ্চ সরবরাহ করা হয়। একইসাথে ২০ জন বাচ্চার মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ শাহগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নাছিমা মুকাই আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিজয়নগর জনাব এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এবং প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।