বিজয়নগর উপজেলায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রনোদনার চেক বিতরন - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • সারাদেশ

    বিজয়নগর উপজেলায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রনোদনার চেক বিতরন

      প্রতিনিধি ১৬ জুলাই ২০২৩ , ২:৩৫:০০ প্রিন্ট সংস্করণ

    আলমগীর হোসেন,ব্রাহ্মণবাড়িয়াঃ

    বিজয়নগর উপজেলায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন(PBGSI)স্কিম,এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজয়নগরে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫লক্ষ করে মোট এক কোটি ১৫লক্ষ টাকা প্রনোদনার চেক বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৫ই জুলাই) দুপুর ১২টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে উপজেলা নির্বাহী   অফিসার,এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আল মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী (এমপি)

    বিশেষ অতিথি স্কিম পরিচালক  পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়, প্রফেসর চিত্তরঞ্জন দেবনাথ ও বিজয়নগর উপজেলা চেয়ারম্যান, নাছিমা মুকাই আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি, জসিম মাহমুদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী ও বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ সভায় বক্তারা বিজয়নগর উপজেলার রূপকার র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপির প্রশংসা করে বলেন, বিজয়নগর একদিন অনেক পিছিয়ে ছিল, এই রুপকার বিজয়নগরকে এগিয়ে নিয়ে গেছে যাহা চোখে পরার মত এবং স্কুল কলেজের উন্নয়ন চোখে পড়ার মত। বিজয়নগরে আওয়ামীলীগ সরকার আমলে ব্যাপক যোগাযোগ যুগান্তকারী উন্নয়ন হয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভবন, বাথরুম সহ নানারকম উন্নয়ন সাধিত হয়েছে। এগুলো মাথায় রেখে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোটে শেখ হাসিনা সরকারকে বিজয় করার আহ্বান করেন তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ