বিজয়নগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত,উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • সারাদেশ

    বিজয়নগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত,উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

      প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৯:২৫:৩২ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    আগামী (২২ মার্চ) বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের নির্দেশে প্রধানমন্ত্রী কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করার লক্ষে সংবাদ  সম্মেলন  করেছেন বিজয়নগর উপজেলা প্রশাসন।

    মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন এ বিজয়নগর উপজেলাকে ভূমিহীন-গৃহহীণ করার লক্ষ্যে বক্তব্য রাখেন- বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার  এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

    এসময় তিনি বলেন, এ ধাপে দেশের প্রায় ১৬০টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। তার মধ্যে বিজয়নগর উপজেলা একটি। বিজয়নগর উপজেলায় আর কোনো ভূমিহীন-গৃহহীন নেই বলে প্রস্তাবনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটি যাচাই-বাছাই হয়েছে। এরই প্রেক্ষিতে আগামী ২২ মার্চ বিজয়নগর  উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

    উল্লেখ্য, বিজয়নগর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৫১৮ টি ছিন্নমূল পরিবারকে ২শতাংশ জমিসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ কাজ শেষ করে উপকারভোগীদের হাতে ঘরে চাবি ও দলিলসহ হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।

    এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা  শাহিনূর জাহান সহ  বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ