বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • নাগরিক সাংবাদিকতা

    বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১:২২:০০ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুনির্মল সাহাকে সভাপতি ও এমদাদ সাগরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চান্দুরা ডাক বাংলা খেলার মাঠে সেচ্ছাসেবক লীগের কর্মিসভা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডঃ লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান আরিফ এর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে কমিটি ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

    পরে ১২ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জহির রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক লীগ বিজয়নগর উপজেলা শাখার সাবেক উপজেলা যুগ্ন আহবায়ক সুনির্মল সাহা সভাপতি ও বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমদাদ সাগরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন করেন।

    অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হল সহ-সভাপতি বাবুল এলাহী, প্রভাষক দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল হক, প্রভাষক হেলাল মিয়া, মারিয়া আক্তার মুন্নি, সারোয়ার হাজারী পলাশ ও ফারুক মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক ঝলক উন নবী, শামীম আল মামুন, মোঃ মাসুক রানা। সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম হানিফ, দপ্তর সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক জুনাইদ আহমেদ মুন্না।

    উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাং কমিটি গঠন করে জেলার দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ