বিষ্ণুপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • সারাদেশ

    বিষ্ণুপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ১১:৩৬:৫৩ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

    ১৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভূইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম মাহমুদ।

    প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া।

    যুবলীগ নেতা নুর আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ, উপজেলা আওয়ামীলীগের অন্যতম প্রবীণ নেতা আহাদ মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মোজ্জামেল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আলী আকবর, বিষ্ণুপুর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হোসেন মিয়া প্রমুখ।

    ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য, জাতীয় ৪ নেতা, যুক্তিযুদ্ধে শহীদ বীরদের রুহের মাগফেরাত কামনা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এবং র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় দোয়া পরিচালনা করেন বিজয়নগর উপজেলা মডেল মসজিদ এর ইমাম মাওলানা মিছবাহ উদ্দীন ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ