প্রতিনিধি ১৫ মার্চ ২০২৩ , ৮:৪৮:২১ প্রিন্ট সংস্করণ
হালিমা খানম, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ১২৫ সদস্য’র এই কমিটির আহবায়ক হয়েছেন মোহামেডাম স্পোটিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক,বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী, অসহায় মানুষের নিবেদিত প্রান জনপ্রিয় নেতা শাহ জামাল রানা এবং সদস্য সচিব করা হয়েছে এড.আবদুল্লাহ আল হেলালকে। এছাড়াও সাবেক এমপি এড. জিয়াউল হক মৃধাকে সম্মানিত সদস্য -১,ও আলহাজ্ব কাজী মামুনুর রশীদকে সম্মানিত সদস্য -২ করা হয়েছে।
গত মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ ইং তারিখে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের নির্দেশক্রমে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব গোলাম মসীহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
এই ব্যাপারে জেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ জামাল রানা এক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- সততা, আদর্শ, ও বাংলাদেশের উন্নয়নে প্রয়াত সাবেক রাষ্টপ্রতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোঃ এরশাদের নিজ হাতে গড়া জাতীয় পার্টির নাম মানুষ চিরদিন স্বরণ রাখবে।
ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবসময় জাতীয় পার্টিকে ভালোবাসে। তার বিশ্বাস বর্তমান কমিটি ও তৃণমূল সকল শ্রেণির নেতা কর্মীদের সমন্বয়ে জাতীয় পার্টিকে আগের সেই পুরনো জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। তিনি সকলের দোয়া ও সহযোগীতা চান। তিনি সকল নেতা কর্মীদের সাথে নিয়ে তৃণমূলে কাজ করে জাতীয় পার্টিকে আগের সেই জন প্রিয় পার্টি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।