ভিসা অপব্যবহারের অভিযোগ করেছে রোমানিয়া - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • প্রবাসের খবর

    ভিসা অপব্যবহারের অভিযোগ করেছে রোমানিয়া

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২২ , ৩:২১:১৩ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ ডেস্কঃ 

    ভিসার অপব্যবহার করে অনেক বাংলাদেশী ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) অন্যান্য দেশে পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে রোমানিয়া।

    সম্প্রতি এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিনের সাথে বৈঠকে রোমানিয়ার রাষ্ট্রদূত ডেনিয়াল তানি বলেন, রোমানিয়ার ভিসা নিয়ে আসা বাংলাদেশীরা তার দেশ থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এ সব ব্যক্তি রোমানিয়া পৌঁছে ইইউভুক্ত অন্যান্য দেশে পালিয়ে যাচ্ছে।

    বাংলাদেশীদের পালিয়ে যাওয়ার প্রবণতা ঠেকাতে কঠোর বিধি-নিষেধ আরোপের হুঁশিয়ারি দিয়ে রাষ্ট্রদূত বলেন, ভিসা অপব্যবহারের কারণে রোমানিয়া সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা সংশ্লিষ্ট সেবাদানকারী এজেন্সিগুলোকে সরকার থেকে অর্থ দিতে হচ্ছে।

    গত সপ্তাহে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন জানিয়েছিলেন, রোমানিয়া আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখের বেশি কর্মী নেবে। এই কর্মীদের মধ্যে অধিকাংশই নির্মাণশ্রমিক।

    বাংলাদেশে রোমানিয়ার কোনো দূতাবাস নেই। দিল্লি থেকে ভিসা নিতে হয়। ইতঃপূর্বে তাদের কিছু কনস্যুলার অফিসার ঢাকা এসে ১৪ হাজার কর্মীকে ভিসা দিয়ে গিয়েছিল। এবারও সে রকম কোনো ব্যবস্থা হবে।

    এ দিকে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে কয়েক হাজার বাংলাদেশী বসনিয়ায় আটকা পড়েছে। বসনিয়ায় অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কেন্দ্রে এখন প্রায় আড়াই হাজার বাংলাদেশী রয়েছে। বিষয়টি সুরাহার জন্য গত মাসে বসনিয়ার নিরাপত্তামন্ত্রী সেলমো সিকোটিচ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

    সূত্র – নয়া দিগন্ত 

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ