প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৪ , ৭:০৫:৫৫ প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ সজীব মিয়া,ব্রাহ্মণবাড়িয়া।
কয়েকদিন ধরে কুয়াশায় দিনভর সূর্যের দেখা তেমন একটা মিলছে না ব্রাহ্মণবাড়িয়া। সন্ধ্যার পরেই নেমে আসছে তাপমাত্রার পারদ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
কনকনে ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবি মানুষেরা। শীত উপেক্ষা করেই তাদের বের হতে হচ্ছে কাজের খোঁজে। তাদের আক্ষেপ শীতবস্ত্র সহায়তা পেলে শীত মোকাবেলা করা সহজ হত, কিন্তু প্রতি সেই সহায়তার হাত কেউ বাড়ায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মজলিশপুর ইউনিয়নের মৈন্দ এলাকায় তিনশত শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয়েছে।
মৈন্দ ভূইয়া বাড়ীর এলেম ভূইয়া ও হাফেজ ফুরকান ভূইয়ার আয়োজনে রবিবার ( ১৪ জানুয়ারী দুপুর ১২ ঘটিকায় ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবি মানুষ ও এতিমদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানূরাগী কাজী সিরাজুল ইসলাম,তিনি বলেন শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে মানবিক সেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। মানবিক জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।
শীত বস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন রাজিবুল হাসান বাপ্পি,মাওলানা হেদায়েতুল্লাহ,মাওলানা আঃ হাকিম, স্থানীয় ওয়ার্ড মেম্বার সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ , এসময় দোয়া পরিচলানা করেন মাওলানা মাহবুব।