রশ্মিকা মান্দানা নিষিদ্ধ হবে কন্নড় সিনেমায় - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • বিনোদন

    রশ্মিকা মান্দানা নিষিদ্ধ হবে কন্নড় সিনেমায়

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২২ , ১১:৩৮:৩০ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ ডেস্কঃ 

    রশ্মিকা মান্দানা কি সত্যিই নিষিদ্ধ হবেন কন্নড় সিনেমায়?
    কন্নড় সিনেমায় জনপ্রিয় মুখ রশ্মিকা মান্দানা৷ পুষ্পার চরম সাফল্যে জীবনে এক মোড় আসে তাঁর৷ কিন্তু সম্প্রতি একটি সম্পূর্ণ অন্য কারণে আলোচনার বিষয় হয়েছেন তিনি৷ গুঞ্জন উঠেছে কন্নড় ছবির দরজা চিরতরে বন্ধ হতে চলেছে রশ্মিকা মান্দানার জন্য৷ সূত্রের খবর অনুসারে এখনও সেইরকম খবর পাওয়া যায়নি৷ তবে ২০২৩ কেমন কাটবে অভিনেত্রীর।

    রশ্মিকা মান্দান্নার সূর্য মতে তুলা রাশি৷ ডেকান হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একজন অত্যন্ত ডাউন টু আর্থ ব্যক্তি৷

    সেলিব্রিটি অ্যস্ট্রোলজার চিরাগ বেজান দারুওয়ালার মতে, রশ্মিকার ভবিষ্যত উজ্জ্বল, ২০২৩-এ তুলনামূলক বেশি ভাল কাজ করবেন অভিনেত্রী৷

    শুধু কাজই নয়, সামাজিক কাজেও তিনি বেশ নাম করবেন৷ তবে পর্দায় সিনেমার চেয়ে বেশি ওটিটিতে কাজ করা উচিত৷।

    ২০২৩-এ তাঁর আর্থিক অবস্থার হবে চরম উন্নতি৷ ওই বছর বিনিয়োগ করার জন্য সেরা বছর বলে ধরছেন অ্যস্ট্রোলজাররা৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ