প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২২ , ৩:০৭:৪৪ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা – সাটিরপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার জন্য।
সহকারী মৌলভি – ১ জন।
সহকারী শিক্ষক -১ জন।
অফিস সহকারী (এমএলএস)-১ জন
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফাজিল /কামিল/দাওরায়ে হাদিস।
👉 স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইচএসসি / স্নাতক সমমানের ডিগ্রী। বিজ্ঞান/মহিলা শিক্ষিকা হলে অগ্রাধিকার দেয়া হবে।
👉 সাটিরপাড়া গ্রামের হলে অগ্রাধিকার দেয়া হবে।
👉 বাচ্চাদেরকে আনন্দ ও আদর-যত্নের সাথে পড়ানোতে আগ্রহি হতে হবে।
👉 যেহেতু বাচ্চাদেরকে কোন প্রকার শাস্তি বা মারধোর করা নিষিদ্ধ সেহেতু যথেষ্ট ধৈর্য্য ও কর্মঠ হতে হবে।
👉 বেতন আলোচনা সাপেক্ষ।
আগ্রহী প্রার্থীদেরকে ভারপ্রাপ্ত সুপার বরাবর আবেদন পত্র, ২ কপি ছবি ও জীবন বৃত্তান্ত মাদ্রাসার অফিসকক্ষে সরাসরি পৌঁছাতে হবে।
অফিস সময়: সকাল ৯ ঘটিকা- দুপুর ৩ ঘটিকা পর্যন্ত।
সময়সীমাঃ ২০ ডিসেম্বর , ২০২২ ইং
লোকেশন:
সাটিরপাড়া, বিজয়নগর, ব্রাম্মণবাড়ীয়া।
যোগাযোগঃ
(ভারপ্রাপ্ত) সুপার
মাওলানা সাদেকুল ইসলাম-
মোবাইল নং – ০১৭২৪৩৩৩৪৮২