প্রতিনিধি ২৮ মার্চ ২০২৩ , ১১:১২:৩৫ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ ডেস্কঃ
রিয়াদ: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবার একটি বাস দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় টিভি আল-এখবারিয়া জানিয়েছে, বিকাল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আসির প্রদেশের আকাবাত শারে। বাসটি খামিস মুশায়েত থেকে ছেড়ে আভার দিকে যাচ্ছিল।
প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বাসের ব্রেকগুলির সমস্যা একটি সেতুর শেষে একটি বাধার সাথে সংঘর্ষের দিকে পরিচালিত করে, যার ফলে এটি উল্টে যায় এবং আগুন ধরে যায়।
সূত্র – আরব নিউজ