প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ১০:৫৯:২৭ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
নিজেদের কর্মব্যস্ততার ফাঁকে প্রায় ২৯ বছর পরে স্ব-পরিবারে একত্রিত হলেন বিজয়নগর উপজেলার প্রাচীনতম শিক্ষাঙ্গন নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের ছাত্রছাত্রীরা।
এ উপলক্ষে তারা তাদের প্রিয় শিক্ষাঙ্গন প্রাঙ্গণে এক পুনর্মিলনীর আয়োজন করেন।
গত ২৩ এপ্রিল রোববার ঈদের পরের দিন বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ১৯৯৪ সালের ব্যাচের ৫০জন শিক্ষার্থী, তাদের স্ত্রী ও সদস্যরাসহ ২৫০ জনেরও বেশি অংশ নেন এ অনুষ্ঠানে।
পূর্ণমিলনী অনুষ্ঠানের শুরুতে সকাল ১১ টার দিকে বিদ্যালয় থেকে একটি আনন্দ র্যালী বেড় করেন সাবেক শিক্ষার্থীরা। তাতে সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ ও আগত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালী শেষে অতিথিবৃন্দ নিয়ে কেককাটা হয়।এর পরে প্রতিযোগিতামূলক মজার মজার বিভিন্ন খেলার আয়োজন করা হয়। তাতে ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
মধ্যাহ্ন ভোজের পরে স্মৃতিচারণ মূলকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের সাবেক প্রধান শিক্ষক আবুল মোবারকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশেক মাওলানা কাইজার।
আলোচনা সভা শুরুতে ৯৪ ব্যাচের শিক্ষার্থী প্রয়াত মোঃ জহিরুল ইসলামের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।
১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী ও ঈদ পূর্ণমিলনীর আয়োজকদের মধ্যে আবু হানিফ ও হাসান কবীর চৌধুরীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সারোয়ার রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, হরষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ সালাউদ্দিন সেলিম, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ দুলাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মোঃ আজমল সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া, হরষপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয় থেকে অবসর প্রাপ্ত ৯ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল মোবারক, ইব্রাহিম খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহকারি শিক্ষক মোঃ রুকুন উদ্দিন, আব্দুল ওয়াহেদ , মোঃ জালাল উদ্দিন সরকার, মোঃ আক্তার উদ্দিন, অতীন্দ্র আচার্য্য,আব্দুল ওয়াহাব । এছাড়াও অফিস সহকারি স্বর্গীয় উপেন্দ্র চন্দ্র পালকে মরণোত্তর সম্মাননা তার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।
রাত সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে মধ্যরাত পযর্ন্ত চলে বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ।
১৯৯৪ সালের ব্যাচের আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী মোঃ জুনাইদ মিয়া, গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম, আল আমিন, জিয়াউর রহমান, আলেয়া চৌধুরীসহ অন্য সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় সফল ভাবে পূর্ণমিলনী সমাপ্ত হয়।