রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গরুর খামারে আগুন লেগে পুড়ে মরল ৩ টি গরু। আশংকাজনক অবস্থা আরো ১০ টি গরুকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারী) রাত ৯ টায় উপজেলায় বুধন্তী ইউনিয়নের ইসলামপুর শেখেরপাড়া হাজী শিবদ আলীর বাড়িতে বিল্লাল মিয়ার মালিকানাধীন গরুর খামারে এই আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, গরুর খামারের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ এর মেইন লাইনের তার ছিড়ে পরে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৩ টি গরুর পুড়ে মারা গেছে আরো ১০ টি গরুর শরিরের অধিকাংশ জায়গা পুড়ে আশংকাজনক অবস্থা রয়েছে। আশুন লাগায় প্রায় ১৮/২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়।
বিজয়নগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের গাড়ী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।