রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযথ মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা
এসময় অন্যদের বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক রেজাউল আমীন।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির, দপ্তর সম্পাদক মোঃ শাহনেওয়াজ শাহ, সিনিয়র সাংবাদিক জিহাদুল হক, মোঃ শামসুল ইসলাম লিটন, শামীম উসমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিল।