সাজিয়া সুলতানা মিমঃ
বন্ধ কপাটের এপারে থেকে গুলির গমগম শব্দ,
খুলতেই রক্তাক্ত!
একটি বুলেট ঝাঝড়া করে দিলো বুকে লেখা বাংলাদেশ।
হত্যা হয়নি আমি!একদম না..
টাটকা রক্তের স্লোগান 'বাংলা আমার মা,মৃত্যু আমার জয়'..!
আপনি কি শুনতে পান?
সেইদিনের দেয়ালে পিষে ফেলা বাচ্চার ৫ সেকেন্ড পূর্বের কান্না!
আপনি কি শুনেছেন?
বৃদ্ধের পাকাচুলে গেথেঁ যাওয়া এক একটি ইতিহাসের মৃত গল্প!
আপনি কি দেখেছেন?
আধাঁরে শত মানুষের হারানোর আহাজারি!
প্রতিটির সাক্ষী দেয় মাত্র সময়,
সে বোবা নয় এই বিবেকের মতো।
জানেন কি?
সেই সময় শিকলে বাধাঁ ছিলোনা এই বিবেক তাই আজ স্বাধীন।
মাইকে একটি স্লোগানে মেনেছিলো তাঁকে নেতা তাই আজ স্বাধীন।
অহংকারকে ধূলোই মিশিয়ে মানুষগুলো হয়েছিল এক তাই আজ স্বাধীন।
টাটকা রক্তের চিৎকার নাড়া দিয়েছিল বুকের পাজরের নিরবতাকে তাই আজ স্বাধীন।
পুরো বাংলাদেশ আজ একটি দেয়াল!
তার রং লাল,বিবেক তার কপাট,ভালোবাসা তার স্লোগান।
বিজয়ী বাংলাদেশ..