প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ৮:৫০:০৮ প্রিন্ট সংস্করণ
মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পলাশপুর জোন ৪০বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে সীমান্তবর্তী বড়নাল বিওপিতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অসহায়, হতদরিদ্র, পাহাড়ি, বাঙালিপিছিয়ে পড়া ১৩০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন, পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি ।
এসময় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান সহ ৪০ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।